ভারতের সঙ্গে কোনওরকম রোটেশন নীতি লাগুকরার প্রয়োজন নেই। সেরা টিম নামাতে হবে। তাহলেই আসন্ন সিরিজে ভারতের সঙ্গে কড়ামোকাবিলাকরাযাবে। এমনটাই মনে করছেন আর কেউ নন,লড়াইফিরিয়েদিতেহলেভারতেরসঙ্গেরোটেশননয়জোরুট খোদ ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। শুধু ভারতের বিরুদ্ধেই নয়, আসন্ন অ্য়াসেজ সিরিজেওশক্তিশালী টিম নামানোর পক্ষে মত দিয়েছেন তিনি।রোটেশন নীতি অনুসরণ করতে গিয়ে ভারতের সঙ্গে ভারতের মাটিতে ৩-১ এ সিরিজ খোয়াতে হয়েছিল ইংল্যান্ডকে। যার সঙ্গেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে খেলার আশা তাদের জলাঞ্জলি দিতে হয়। যে ঘাদগদগে রয়েছে এখনও। ক্ষত শুকায়নি। সেই সময়রোটেশন নীতির সমালোচনা করেছিলেন দলের প্রাক্তনীকেভিন পিটারসেন, মাইকেল ভন থেকে ইয়ান বেলথেকে শুরু করে আরো অনেক ক্রিকেটবোদ্ধারা। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে রোটেশন নীতি কার্যত তুলে দেওয়ার পক্ষে রায় দিলেন জো রুট।মাত্র কয়েকদিন আগেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়েই দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। ফলে কোনও রকম ঢিলেমি দিতে নারাজ তিনি। তিনি বলেছেন, আমরা এমন সময়ে চলে এসেছি,যেখানে এখন আরাম এবং রোটেশন নীতি চলবে না। তিনি বলেন, আমরা আশা করছি, যদি সবাই ফ্যাট থাকে এবং সেরা টিম নামাতে পারি,তাহলে ভারতকে হারানো সম্ভব। এই টেস্ট সিরিজ রোমাঞ্চকর হতে চলেছে বলে তিনি দাবি করেন।এর আগে ভারতের সঙ্গে শেষ সিরিজে ইংল্যান্ডের প্রথম পছন্দের উইকেটকিপার জস বাটলার এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেনরোটেশন নীতির কারণেই। মঈন আলি প্রথম ম্যাচ খেলার পর দুটি ম্যাচতাঁকে বসিয়ে রাখা হয়। জনি বেয়ারস্টো এবং মার্ক উড এর মতো খেলোয়াড়কে প্রথম দুটি ম্যাচে রাখা হয়নি শুধুমাত্র এই রোটেশন নীতির কারণে। এই কারণে কোনও সময় শক্তিশালী এবং সেরা দল নামাতে পারেনি ইংল্যান্ড, বলে মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক।তিনি মনে করেন, অ্যাশেজের আগে ভারতের সঙ্গে এইসিরিজ আদর্শ প্রস্তুতি হতে পারে। তাই আমাদের সেরা টিম নিয়ে নামাউচিত। আমি চাই, আগামী ৫ টি টেস্ট আমরা সর্বস্ব দিয়ে খেলি। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমাদের সেরা টিম মাঠে নামবে।রোটেশন কিংবা বিশ্রাম ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর মত শক্তিশালীদলের বিরুদ্ধে কখনওই হওয়া উচিত নয় বলে তিনি মনে করছেন।তিনি বলেন, বিশ্ব কাপ চ্যাম্পিয়নশিপ আমাদের নিজের দেশের মাটিতে অনুষ্ঠিত হল।আর তা মাঠের বাইরে বসে আমাদের দেখতে হল। নিজেতার অংশ হতে না পারার যে যন্ত্রনা তা আমি ভালোভাবেই অনুভব করেছি।আমাদের কাছে ভাল সুযোগ রয়েছে আগের বারের চেয়ে ভালো খেলে ভালো ভালো পারফর্ম করার। আমি আশা করছি সমস্ত খেলোয়াড়দের মধ্যে থেকেই আমরা দল বাছাই করতে পারব।